মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরখাসকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুজন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৬ জুলাই) ভোর পাঁচটার দিকে চরকেওয়া ইউনিয়নের চরখাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজীব হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, স্থানীয় আহমেদ ও মামুন গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল এবং গুলিবর্ষণ হয়। গুলিবিদ্ধদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।