মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা এলাকায় স্ত্রী মিতু আক্তারকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মিন্টু।
শুক্রবার ভোরে পৌরসভার নৌ-দিঘীর পাথর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে স্বামী মিন্টু তার স্ত্রী তিন সন্তানের জননী মিতু আক্তারকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। গুরুতর জখম অবস্থায় মিতুর বড় ছেলে সাজ্জাদ মাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তনয় মান্না দাস তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিতু আগেই মারা গেছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) কাউসার কোরেশী জানান, স্বামী মিন্টুকে পুলিশ আটক করেছে।