আল-আমীন ॥ মেহেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক ও সমাজসেবক মরহুম মুন্সী সাখাওয়াৎ হোসেনের ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে পারিবারিকভাবে মরহুমের কবর জিয়ারত ও গোরস্থানপাড়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯৯৫ সালের ১৪ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী সাখাওয়াৎ হোসেন মৃত্যুবরণ করেন।
মরহুম মুন্সী সাখাওয়াৎ হোসেন দীর্ঘদিন মেহেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দাযিত্ব পালন করেছেন। একজন সমাজ সেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন।