
ক্রীড়া ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে গতকাল ৪ উইকেটে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আম্বায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে তিরস্কার করেছে আইপিএল গভর্ণিবডি।
আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে তীব্র অসন্তোষের কারণে আইপিএলের কোড অব কন্ডাক্টের লেভেল ১ অনুযায়ী অভিযুক্ত হয়েছেন রোহিত শর্মা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমন আচরণের জন্য রায়নাকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি।
এ প্রসঙ্গে আইপিএল গভর্ণিবডি এক বিবৃতিতে জানায়, ‘খেলোয়াড় ও টিম অফিসিয়ালদের জন্য আইপিএলের কোড অব কন্ড্রাক্টের লেভেল ১ এর ২.১.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন রোহিত। ম্যাচ রেফারির এ সিদ্ধান্ত চূড়ান্ত।’
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে কলকাতার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই ৪ উইকেটের জয়ে ঘুরে দাড়ায় দলটি। শুরুতে ব্যাট করে মুম্বাইকে ১৭৯ রানের টার্গেট দেয় কলকাতা। জবাবে ৬ উইকেট হারিয় ১ বল বাকি থাকেতে জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
কয়েকদিন আগে রাইজিং পুনে সুপারজায়ান্টের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষের জন্য তিরস্কার করা হয়। অফিসিয়াল বার্তায় ধোনিকে তিরস্কার করা হলেও এর কোনো কারণ জানায়নি আইপিএল গভর্ণিবডি।