
ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতিমালা পর্যালোচনা ও বাস্তবায়ন নিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারি পূর্ণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম , ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, আবু মুছা, ভিপি জাকির হোসেন, কাজী আবুল খায়ের, আবুল কালাম আজাদ, শেখ জাকির, কামাল উদ্দিন খন্দকার, আবুল বাশার খান, মোঃ আরমান মিয়া, সামাদ মাঝি, গোলাম কিবরিয়া খোকন, আব্দুর রহিম, শুকলাল দেবনাথ, তৈয়বুর রহমান তুহিন, ইকবাল হোসেন,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, আইসিটি কর্মকর্তা রাফিত উদ্দিন খান, মুরাদনগর পল্লী বিদ্যুতের এজিএম মেহেদী হাসান চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সাংবাদিক বেলাল উদ্দিন আহমদ ও সফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, আগে জন্ম-মৃত্যু সনদ নিতে উপজেলার জনগনের ভোগান্তি হতো। কিন্তু জন্ম ও মৃত্যু সনদ কীভাবে সহজে জনগণ পেতে পারে সে বিষয়ে আমরা কাজ করি। জনগণের ভোগান্তি দূর করতে নতুন নতুন পরিকল্পনা করছি। জনসাধারণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।