মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন

ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষ।
সোমবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মুরাদনগর উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়।
সকাল ৬টা ৩০ মিনিটে মুরাদনগর কেন্দ্রীয় স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরান হোসেন, উপজেলার সকল কার্যালয়ের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পরিবার ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা শিল্পকলার আয়োজনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুর রহমান। পরে বেলা ১১ টায় উপজেলা পরিষদে  বীর মুক্তিযোদ্ধাদের সম্মানা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মুরাদনগর থানার ওসি মোঃ জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন (ভিপি), শুকলাল দেবনাথ, গোলাম কিবরিয়া খোকন, কামাল উদ্দিন খন্দকার, ইঞ্জিনিয়ার শওকত, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুরাদনগর শাখার সভাপতি মহিউদ্দিন অঞ্জন, বাংলাদেশ জামায়াত ইসলামী মুরাদনগর উপজেলা শাখার আমির আ ন ম ইলিয়াস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের  নেতৃবৃন্দ ।