ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) উপজেলা প্রতিনিধিঃ “স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে, পরিচয় দিন গর্বভরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত হওয়া ৩ লক্ষ ৪৪ হাজার ৮৭৭ ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম। কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিনের সভাপতিত্বে তিতাস উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুব আলম তালুকদার, আইডিইএ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসফাকুজ্জামান, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈকত আহাম্মদ প্রমূখ।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন, ইউডিএফ জাহিদুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, সমাজসেবা কর্মকর্তা বরুন দে, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান মীর, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।