মুরাদনগরে ১০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ওসমান গনি সরকার , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর থেকে ১০কেজি গাঁজাসহ কামাল(২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই সফিক উল্যাহর নেতৃত্বে পুলিশ রামচন্দ্রপুর এলাকার মাদক মামলার পলাতক আসামী সজল মিয়ার বাড়ীতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২জন দৌড়ে পালানোর চেষ্টা করে এ সময় কামালকে আটক করতে পারলেও সজল পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় সজলের ঘর থেকে দশকেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী  বলেন আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।