মুরাদের হ্যাটট্রিক, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দাপট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টর সিরিজকে সামনে রেখে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সে ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত দুই দিনে নেমে এসেছে। আর দুদিনের সে ম্যাচে বাংলাদেশ ভালোই দাপট দেখিয়েছে। শেষ দিনে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন স্পিনার হাসান মুরাদ।

আগের দিন ৭৩.২ ওভার ব্যাট করে ২৫৩ রান স্কোরবোর্ডে জমা করেছিল বাংলাদেশ। সর্বোচ্চ ৪৮ রান করেছিলেন জাকের আলী। ৪১ রান আসে মাহিদুল অঙ্কনের ব্যাটে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ক্রেইগ ব্র্যাথওয়েটকে হারায় স্বাগতিকরা।

এদিকে শেষদিনের প্রথম দুই সেশনও গিয়েছে বৃষ্টির পেটে। তবে বৃষ্টির পর বাংলাদেশের পেসাররা দাপট দেখিয়েছেন। তাসকিন, হাসান মাহমুদ, শরিফুলদের তোপের মুখে স্কোরবোর্ডে ৪৫ রান উঠতেই ওয়েস্ট ইন্ডিজ একাদশে হারিয়ে বসে ৫ উইকেট।

বল হাতে দ্বিতীয় দিনে দলকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ৭ রানে থাকা জশুয়া ড্রনকে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে ফেরান প্যাভিলিয়নে। এরপর ইনিংসের ৯ম ওভারে জর্ডান জনসনকে বোল্ড করে নামের পাশে উইকেট সংখ্যা ডাবল করেন হাসান মাহমুদ।

তাসকিন এরপরেই ওপেনার কিমানি মেলিয়াসকে ফেরান। দলীয় ৩৮ রানে চতুর্থ ও ৪৫ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপরেই শুরু হাসান মুরাদের ম্যাজিক। উইন্ডিজ ইনিংসের ২৮তম ওভারে ড্যানিয়েল বেকফোর্ড, নাভিন বিদাইসি এবং চাইম হোল্ডারকে টানা তিন বলে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের এই স্পিনার। তার হ্যাটট্রিকের পরেই অবশ্য বাংলাদেশ কোচ ফিল সিমন্স ম্যাচ শেষ করে দেন। ১.৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৭৩.২ ওভারে ২৫৩ ( জাকের ৪৮, মাহিদুল ৪১)।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ: ২৭.৪ ওভারে ৮৭/৯ (মেরিয়ুস ২৩, গ্রিভস ২০; হাসান মাহমুদ ২/১৫, তাসকিন ২/২১, শরীফুল ১/১২, হাসান মুরাদ ৩/১)।

ফল: ড্র।