মা ও শিশু হাসপাতাল

মুষলধারে বৃষ্টি, তলিয়ে গেছে চট্টগ্রামের হাসপাতাল

রাতভর মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায়ও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল, দুর্ভোগে রোগী-স্বজনরা

পানির মধ্য দিয়ে ঢুকতে হচ্ছে ডাক্তার দেখাতে। কিন্তু হাসপাতালের নিচের তলা পানিতে তলিয়ে যাওয়ায় তাকে আনা-নেওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজন ও হাসপাতালের স্টাফদের। দূষিত পানিতে ডায়রিয়া আরও বাড়ার শঙ্কা তাদের।

বুধবার রাতের ভারি বর্ষণে বরাবরের মতো জলাবদ্ধতার সৃষ্টি হয় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। পানিতে থইথই হাসপাতালের নিচতলা। চরম দুর্ভোগে পড়তে হয় দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের।

আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।