আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মুসলমানদের হয়রানি বন্ধ করতে বললেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস চ্যানেলের সিক্সটি মিনিট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সমর্থকদের প্রতি এ অনুরোধ জানিয়েছেন।
নির্বাচনের আগে বরাবরই আমেরিকায় বসবাসরত মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন ট্রাম্প। এমনকি তিনি মুসলমানদের আমেরিকা থেকে বের করে দেওয়ার কথাও বলেছিলেন।
ট্রাম্পের বিজয়ের পর মুসলমান, হিস্পানিক আমেরিকান, কৃষ্ণাঙ্গ, সংখ্যালঘু ও সমকামীদের হয়রাণি বেড়ে গেছে। রোববার সিক্সটি মিনিট অনুষ্ঠানে ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে তিনি বলেন, ‘ আমি এটি শুনে খুবই মর্মাহত। আমি বলছি, এটা বন্ধ করুন। যদি এটা সাহায্য করে, তাহলে আমি ক্যামেরার সামনে বলছি, এটা বন্ধ করুন।’
ট্রাম্প বলেন, ‘ আমি বলতে চাই এটি করবেন না। এটা ভয়ংকর। কারণ আমি এদেশে একতা ফিরিয়ে আনতে চাই।’
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলমান ট্রাম্পবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, সমাজের কিছু অংশের লোক তাকে নিয়ে ভীত। কারণ তারা তাকে চেনে না। এসময় তিনি তাদেরকে ভীত না হওয়ার অনুরোধ জানান।