মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা বাদিয়িকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদিয়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আপিল আদালত। বাদিয়ি ছাড়াও দলের আরো দুই নেতাকে একই দণ্ড দেওয়া হয়েছে। সোমবার এ রায় দেওয়া হয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর রাজধানী কায়রোসহ সারাদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। ওই বিক্ষোভ উস্কে দেয়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুড নেতাদের বিচার চলছে। সেনা সরকারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে ২০১৫ সালের এপ্রিলে বাদিয়িসহ ১৪ জনের ফাঁসি এবং ৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল মিশরের নিম্ন আদালত। সোমবার আপিল আদালত ফাঁসির রায় বাতিল করে তিনজনকে যাবজ্জীবন, ২৭ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং ২১ জনকে বেকসুর খালাস দিয়েছে।

বাদিয়ির সঙ্গে অন্য যে দুই নেতা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তারা হলেন দলের মুখপাত্র মাহমুদ গোজলান এবং দলের গাইডেন্স ব্যুরোর সদস্য হোসাম আবুবকর।

মোহাম্মাদ বাদিয়ির বিরুদ্ধে আদালতে অন্তত ৩৫টি মামলার শুনানি চলছে। এরইমধ্যে তার বিরুদ্ধে তিনটি মৃত্যুদণ্ডের আদেশ ঘোষিত হলেও সেসব মামলায় আপিল করার পর সে দণ্ড বাতিল করে পুনরায় মামলার শুনানি চলছে।

রায় ঘোষণার পর মুসলিম ব্রাদারহুডের আইনজীবী আব্দেল মাকসুদ জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।