নিজস্ব প্রতিবেদকঃ কাজী মোস্তাফিজুর রহমান গত ০৪/১২/২০২৪ইং তারিখে জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির বার্তা বিভাগ বরাবর একটি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন “উইনস্টোন প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসলাম” এর নিকট কাজী মোস্তাফিজুর রহমান প্রতারিত হয়েছেন। আমরা মুঠোফোনে “আসলাম” সাহেবের কাছে জানতে চেয়েছিলাম মোস্তাফিজুরের সাথে প্রতারণার বিষয়ে “আসমাল” আমাদেরকে বলেন, কাজী মোস্তাফিজুর রহমান একজন উম্মাদ, পাগল তাঁর ব্যাপারে আমি কোনো কথা বলতে রাজি নই। তিনি আমাদের এখানে শেয়ারিং কনসেপ্টের ফ্ল্যাট ক্রয় করেন। তাঁর সাথে আমাদের কোনো লেনদেন নেই, আমরা আসলাম সাহেবের নিকট আরো জানতে চাই “উইনস্টোন প্রোপার্টিজ লিমিটেড” এর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অনুমোদন প্রাপ্ত কি না? এবং পরিবেশের ছাড়পত্র সম্মতিকৃত কি না? এর উত্তরে আসলাম সাহেব বলেন, আসেন বসেন একসাথে চা খাই তারপর বলি। আমাদের সঠিক উত্তর না দিয়ে তিনি ঘুরিয়ে পেচিয়ে কথা বললেন। তিনি কি বলতে কি বোঝাতে চেয়েছেন তা আমাদের কাছে সুস্পষ্ট নয়। “আসলাম” সাহেব বলেন আমি কাজী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করবো। অনুসন্ধান চলমান চোখ রাখুন ক্রাইম পেট্রোল বিডি ও ভিডিও প্রতিবেদন দেখতে চোখ রাখুন ইউটিউব চ্যানেলে।