
ক্রীড়া ডেস্ক : আইপিএলের দশম আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের কিছু কিছু খেলোয়াড় ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে বড় বড় নামও রয়েছে। গেল আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদও তাদের তিন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে।
সেই তিনজনের তালিকায় একজন বিদেশিও রয়েছে। তবে সেটি বাংলাদেশি সেনসেশান মুস্তাফিজুর রহমান নন। তাকে রেখে দিয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। ছেড়ে দিয়েছে ইয়ান মরগান, আশীষ রেড্ডি ও ত্রিমুলাসেত্তি সুমনকে।
মুস্তাফিজকে রাখবেই না বা কেন? গেল আসরে বল হাতে চমক দেখিয়েছিলেন মুস্তাফিজ। দর্শকদের ভোটে নির্বাচিত হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। বল হাতে একের পর এক ম্যাচে ভেল্কি দেখিয়েছেন সাতক্ষীরার এই তারকা।
গেল বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। বল হাতে নিয়েছিলেন ১৭ উইকেট। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় একজন ছিলেন মুস্তাফিজ। তার সেরা বোলিং ফিগার ছিল ১৬ রানে ৩ উইকেট। গড় ছিল ২৪.৭৬। ইকোনোমি রেট ছিল ৬.৯০। স্ট্রাইক রেট ছিল ২১.৫২।
এবারও তার কাছ থেকে এমন চোখ ধাঁধাঁনো পারফরম্যান্স প্রত্যাশা করবে সানরাইজার্স হায়দরাবাদ। পাশাপাশি বাংলাদেশি ভক্তরাও চাইবে মুস্তাফিজ জ্বলে উঠুক বল হাতে।