
নিজস্ব প্রতিবেদক : মূল্য বৃদ্ধিকারী অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান। সুব্রত চৌধুরী বলেন, ‘সঠিকভাবে বাজার মনিটরিং হচ্ছে না। সঠিকভাবে বাজার মনিটর এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পেঁয়াজ-মরিচ ও সবজির দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে।’ সরকারের অদূরদর্শী নীতির ফলে চালের বর্তমান মূল্য সর্বোচ্চ পর্যায়ে বলে অভিযোগ করেন তিনি। সঠিকভাবে বাজার মনিটর, মূল্য বৃদ্ধিকারী অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুব্রত চৌধুরী। মানববন্ধনে জগলুল হায়দার, মোশতাক আহমেদ, শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।