গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মূল হোতাদের যেকোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘পুলিশ গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। যেকোনো মুহূর্তে গ্রেপ্তার সম্ভব হবে।’
শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডদের (মূল হোতাদের) চিহ্নিত করা হয়েছে। গুলশান এবং শোলাকিয়ায় হামলার ঘটনায় জঙ্গি ছাড়াও রাজনৈতিক মদদ রয়েছে। যারা আগে জামায়াত-শিবির করত, যারা বাগমারায় বাংলা ভাইকে প্রশ্রয় দিয়েছিল, তাদের নেতৃত্বেই এ সব হামলা হচ্ছে।’
তবে তারা আর এ ধরনের হামলা যেন এ দেশে করতে না পারে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে বলে জানান তিনি।
ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দুটি হামলার পেছনে রাজনীতিক মদদ রয়েছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। সময় হলেই সব কিছু জাতির সামনে তুলে ধরা হবে।’