ফুট ওভারব্রীজের দাবিতে মস্তুলবাসীর সড়ক অবরোধ

মৃত্যুপুরীতে রূপ নিচ্ছে ৩০০ ফিট সড়ক

এস.এম.নাহিদ : ঢাকার পূর্বাচল ৩০০ ফিট সড়ক এখন যেন এক নির্মম মৃত্যুপুরী। ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং ও ট্রাফিক ব্যবস্থাপনার দাবি উপেক্ষিত থাকায় প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। এমন ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার (২রা অক্টোবর) সকাল থেকে বালুর ব্রিজসংলগ্ন মস্তুল এলাকায় ফুঁসে ওঠে এলাকাবাসী। হাজারো শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষ মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন। ফলশ্রুতিতে দীর্ঘ যানজটে অচল হয়ে পড়ে গোটা সড়ক।

বিক্ষোভকারীরা জানান, পূর্ব পরিকল্পনায় মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের কথা থাকলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অথচ এই রুট ঘিরেই গড়ে উঠেছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প-কারখানা ও আবাসিক এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষ, বিশেষত শিক্ষার্থী ও শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। কিন্তু এখানে নেই কোনো পুলিশ বক্স, নেই জেব্রা ক্রসিং, নেই ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা।

দ্রুতগতির মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাকের ধাক্কায় একের পর এক প্রাণ হারাচ্ছে পথচারীরা। বিক্ষোভকারীদের ভাষায়, এই সড়ক যেন মৃত্যু ফাঁদ। স্থানীয়দের দাবি, কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত এই সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সড়কে ইতোমধ্যে অন্তত ৭০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুধুমাত্র মস্তুল এলাকাতেই প্রাণ গেছে ২৬ জনের। গত দুই মাসে এই সড়কে প্রাণ হারিয়েছেন আরও ১৫ জন, আহত বহু।

প্রাণ হারানোদের মধ্যে রয়েছে শিক্ষার্থী, প্রবাসী, দিনমজুর, চাকরিজীবীসহ নানা পেশার মানুষ। অথচ এখনও সড়ক নিরাপত্তায় নেই কার্যকর কোনো ব্যবস্থা। সংশ্লিষ্টদের উদাসীনতা ও দায়সারা মনোভাবের কারণে রাস্তাটি আজ বিভীষিকাময় মৃত্যুক্ষেত্রে পরিণত হয়েছে।বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন-আরও প্রাণ যাওয়ার আগে অবিলম্বে ফুট ওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন এবং ট্রাফিক ব্যবস্থাপনার নিশ্চয়তা দিতে হবে। না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।