মৃত্যুপুরী ভারত, একদিনে মৃত্যু ৩৪৯৮ জন

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব চলছে। করোনা ঝড়ে কাঁপছে গোটা ভারত। ভারতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আক্রান্তও হচ্ছে লাখে লাখে। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৪৫২ জন। মৃত্যু হয়েছে তিন হাজার ৪৯৮ জনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছে দুই লাখ ৯৭ হাজার ৫৪০ জন। এই মুহূর্তে ভারতে ৩১ লাখ ৭০ হাজার ২২৮ জন করোনায় আক্রান্ত। এখন পর্যন্ত সে দেশে করোনায় আক্রান্ত হয়েছে এক কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। আর, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৪১৮ জন। আর, এখন পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে দুই লাখ আট হাজার ৩৩০ জনের।

ভারতে দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। এ পর্যন্ত সে দেশের ১৫ কোটি ২২ লাখ ৪৫ হাজার ১৭৯ জন মানুষ টিকা পেয়েছে।