
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা চলে গেলেন না ফেরার দেশে। মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসাধীন অবস্থায়
থাকার পর মৃত্যু কে বরণ করে নিলেন তার মা। মায়ের মৃত্যুর খবরটি বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজেই তার ফেসবুকে জানিয়েছেন অক্ষয়।
তার মায়ের মৃত্যু সংবাদে বলিউডের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। তার মায়ের আত্মার শান্তি কামনা করে পোস্ট করেছেন সহকর্মী ও ভক্তদের মধ্যে অনেকেই।
অক্ষয় তার মা কে স্মরন করে আরো লিখেছেন, ‘তিনি ছিলেন আমার মূল। আমার অস্তিত্বের মূলকে হারিয়ে অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। ওম শান্তি।’
এর আগে জানা যায়, গত কয়েক দিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতার মা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেই খবর পেয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মাকে দেখতে সিনেমার শুটিং ছেড়ে লন্ডন থেকে চলে আসেন অক্ষয়।
বিমানবন্দর থেকে সোজা চলে যান হাসপাতালে মায়ের কাছে। লন্ডনে ‘সিন্ডারেলা’ সিনেমার শুটিং করছিলেন এ অভিনেতা। সেট থেকে আসার পথে নির্মাতাকে বলে আসেন, তাকে ছাড়াও যেন পুরোদমে কাজ চালিয়ে যাওয়া হয়। কারন তিনি মনে করেন যা কিছুই ঘটে যাক না কেন এর প্রভাব যেন কাজের উপর না পরে।
‘সিন্ডারেলা’ নির্মাণ করছে পরিচালক রঞ্জিত এম তিওয়ারি। প্রযোজনার দায়িত্বে আছেন জ্যাকি এবং বাসু ভগনানি। এদিকে সবশেষ ‘বেল বটম’ সিনেমাটি মুক্তি পেয়েছে অক্ষয়ের। এ সিনেমাটির প্রযোজকও ছিলেন তারা।