মৃত ভোটারদের জন্য অর্থের অপচয় হচ্ছে : জাবেদ আলী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : মৃত ভোটারদের তথ্য দিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম কর্তনের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।

তিনি বলেন, মৃতদের তথ্য না পাওয়ায় অনেক ক্ষেত্রেই তাদের নামে স্মার্ট কার্ড তৈরি হয়ে যাচ্ছে। এতে অর্থের অপচয় হচ্ছে। তিনি মৃতদের নাম দিয়ে অর্থের অপচয় ঠেকাতে সকলের সহযোগিতা চেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জামিল আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডা. গোলাম হায়দার খান, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

মো. জাবেদ আলী বলেন, এ ব্যাপারে সকলের সহযোগিতা পেলে নিখুঁত, পরিচ্ছন্ন ও সকলের কাছে গ্রহণযোগ্য ভোটার তালিকা সংরক্ষণ করতে পারবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, প্রতিটি সাধারণ ভোটার আইডি কার্ডে খরচ পড়েছে ২ টাকা ৩৪ পয়সা। প্রতি স্মার্ট কার্ড তৈরিতে খরচ পড়ছে ৮০ টাকা। সঠিক সময়ে মৃত ভোটারদের বিষয়ে তথ্য পেলে এবং ভোটার তালিকা থেকে তাদের নাম কর্তন করা গেলে অপচয় হতো না।

তিনি জানান, মৃত্যু খবর সঠিক সময়ে পৌঁছানোর জন্য ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদারদের প্রনোদনা দেওয়া হচ্ছে। তারপরও তা সঠিক সময়ে আসছে না।

তিনি বলেন, ৩১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটর তালিকা তৈরি হচ্ছে। এ সময়ের মধ্যে ভোটারদের তথ্য হালনাগাদ করার তাগিদ দিয়েছেন এ নির্বাচন কমিশনার।