
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন আবিদা ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মেক্সিকোর পাশাপাশি কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসের বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন আবিদা ইসলাম।
আবিদা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।