মেক্সিকোর একটি কারাগারে এক গোপন সুড়ঙ্গের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি কারাগারে এক গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ সুড়ঙ্গের মধ্যে মাদক, মদ ও ধাঁরালো হাতিয়ার বোঝাই করা ছিল।

মেক্সিকোর টামাউলিপাস রাজ্য পুলিশ জানিয়েছে, ইট দিয়ে আড়াল করে রাখা হয় সুড়ঙ্গটি। এর গভীরতা পাঁচ মিটারের বেশি। তবে সুড়ঙ্গের কাজ শেষ হয়নি, যে কারণে কেউ পালাতে পারেনি।

২০১৫ সালে দেশটির শীর্ষ মাদক মাফিয়া হোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যান আল্টিপ্লানো কারাগার থেকে পালিয়েছিলেন সুড়ঙ্গের সাহায্যে। প্রায় ছয় মাস পর তাকে আবার গ্রেপ্তার করা হয় এবং পরে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করা হয়।

মেক্সিকোর টামাউলিপাস রাজ্যের যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী রেনোসা শহরের কারাগারে গোপন সুড়ঙ্গ তৈরির সাম্প্রতিক এ ঘটনা ঘটেছে। জিওথার্মাল প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভস্থ কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করার সময় সুড়ঙ্গটির সন্ধান পাওয়া যায় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

মেক্সিকোয় কারাগার থেকে পালাতে আসামিদের সুড়ঙ্গের ব্যবহার নতুন কোনো ঘটনা নয়। এ বছরের মার্চ মাসে টামাউলিপাস রাজ্যের রাজধানী সিউডাডের কারাগার থেকে ২৯ বন্দি পালিয়ে যায় সুড়ঙ্গ ব্যবহার করে।

পালিয়ে যাওয়া ওই ২৯ জনের মধ্যে একজন ছিলেন ২০১২ সালে কারেন আলেজান্দ্রো রদ্রিগুয়েজের অপহরণ ও হত্যা মামলার আসামি। তবে পরে তাকে গ্রেপ্তার করা হয়।

আলেজান্দ্রো রদ্রিগুয়েজের মা মিরিয়াম রদ্রিগুয়েজ মার্টিনেজ তার ছেলেসহ মেক্সিকোর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়ার জন্য ক্যাম্পেইন চালাচ্ছিলেন। তবে তিনি জীবন ঝুঁকিতে ছিলেন- এমনটি বলেছেন অনেকবার। শেষ রক্ষা হয়নি তার। গত সপ্তাহে ‘মেক্সিকোর মা দিবস’-এ অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে তাকে হত্যা করে।

মার্চ মাসেই মেক্সিকোয় জেল ভেঙে পালানোর আরেকটি ঘটনা ঘটে। সিনালোয়া রাজ্যের একটি কারাগার ভেঙে পালিয়ে যায় আরেক মাদক সম্রাট হুয়ান জোস এসপারাগোজার ছেলে মনজন। এসপারাগোজা এক সময়ে এল চাপোর ঘনিষ্ট সহযোগী ছিলেন। সিনালোয়া রাজ্যে বিশাল মাদক সিন্ডিকেট রয়েছে তার।

এদিকে, টামাউলিপাস রাজ্য পুলিশ জানিয়েছে, আরো সুড়ঙ্গ আছে কি না, তা খতিয়ে দেখছে তারা। তবে কারাগারের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন