
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি গণকবর থেকে ২৫০ জনের মাথার খুলি উদ্ধার করা হয়েছে।
মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের সরকারি আইনজীবী জানিয়েছেন, গণকবরের সন্ধান পাওয়ার পর সেটি খনন করে এসব মাথার খুলি উদ্ধার করা হয়েছে। কোনো মাদকচক্র তাদের শত্রু পক্ষের লোকদের হত্যা করে এই গণকবরে চাপা দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
রাজ্যের সরকারি আইনজীবী জর্জ উইঙ্কলার মঙ্গলবার বলেছেন, কয়েক বছর আগে কোনো মদকচক্র তাদের হাতে গুপ্তহত্যার শিকার মানুষদের এই কবরে রাখতে পারে। তবে কবে এবং কে বা কারা গণকবরটির সন্ধান পেয়েছে, তা জানাননি তিনি।
উইঙ্কলার আরো জানান, বছরের পর বছর মাদক পাচারকারীরা লোকজনকে অপহরণ করে আসছে কিন্তু অধিকাংশেরই সন্ধান পাওয়া যায়নি।
গণকরব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে অপহরণে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনরা খোঁজÑখবর নিতে শুরু করেন। তবে ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়- মাথার খুলিগুলো প্রকৃত পক্ষে কাদের।