মেক্সিকোয় একটি বাজি মার্কেটে বিস্ফোরণে নিহত ২৬ জন

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় একটি বাজি মার্কেটে বিস্ফোরণে নিহত হয়েছেন ২৬ জন।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩২ কিলোমিটার দূরে স্যান পাবলিটো নামে বাজি মার্কেটে বিস্ফোরণ হয়। মার্কেটে আগুন লাগার পর অসংখ্য বাজি বিস্ফোরিত হয়ে আকাশের দিকে উঠে যায়।

কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি। বেশ কয়েকজন প্যারামেডিকস ও পুলিশ সদস্যকে ঘটনাস্থলে দেখা গেছে। স্থানীয়দের বিস্ফোরণ স্থান এড়িয়ে যেতে বলা হয়েছে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।