ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে এ দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলার লালমোহন উপজেলার আব্দুল গণি, মো. সাজু, রিনা বেগম ও চরফ্যাশন উপজেলার মো. হানিফ।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, গতকাল বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুরে মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিলে লঞ্চটি। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সাথে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়।
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহিম যমুনা টিভিকে বলেছিলেন, লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এছাড়াও মুমূর্ষু অবস্থায় আছে আরও কয়েকজন।
তবে লঞ্চটি সদরঘাট পৌঁছালে চারজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।


