লক্ষ্মীপুর প্রতিনিধি : মেঘনায় ফের ইলিশ ধরার উৎসব শুরু হয়েছে। প্রজনন মৌসুমের আরোপিত সরকারি নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন মাছ ধরতে বাধা নেই।
শত-শত নৌকায় হাজার হাজার জেলে ছুটছেন মেঘনা নদীতে। ইলিশসহ অন্যান্য মাছ ধরতে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। ঘাটে ক্রেতা-বিক্রেতাদের সমাগম বাড়ছে। জেলেদের মুখের হাসি ছড়িয়ে পড়েছে জেলেপল্লীতে।
শুক্রবার ভোরে লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার মেঘনাপাড়ে খোঁজ-খবর নিয়ে এমনটাই জানা গেছে।
স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞা থাকায় ২২ দিন তারা ইলিশ মাছ শিকার থেকে বিরত ছিলেন। শুধু মাছ ধরাই একমাত্র পেশা হওয়ায় এ দিনগুলোতে অলস সময় পার করতে হয়েছে তাদের। ফের মাছ ধরা শুরু হয়েছে; আশা করি প্রচুর ইলিশ ধরা পড়বে।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। এ সময় ইলিশ ক্রয়-বিক্রয়, সংরক্ষণ, পরিবহন বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ ছিল। এখন আরোপিত সরকারি নিষেধাজ্ঞা উঠে গেছে। মাছ ধরতে শুরু করেছে জেলেরা।
জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্যাহ বলেন, নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার দায়ে ১০ জেলের জেল ও কয়েক জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পুড়িয়ে ধ্বংস করা হয়েছে অবৈধ জাল। জব্দকৃত ইলিশ বিতরণ করা হয়েছে এতিমখানায় ও গরিবদের মাঝে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা ফের নদীতে মাছ শিকারে নেমেছে। আশা করি তাদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে।