মেঘনা নদীতে ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৯

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবিতে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলার ডুবে যাওয়ার পর গভীর রাত পর্যন্ত লামিয়া (৫) নামের এক শিশুরসহ চারটি লাশ উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত আরও পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে পুলিশ ধারণা করছে। ট্রলার ডুবির ঘটনার পর নৌ বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুর ইসলাম জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিহতদের নামের তালিকা ও তাদের পরিবারকে সনাক্ত করে এ অনুদানের টাকা দেওয়া শুরু হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই মাকসুদুর রহমান ঘটনাস্থল থেকে জানিয়েছেন, এ পর্যন্ত নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার প্রথমে তিনজনে, পরে রাতে এক শিশু ও আজ সকাল থেকে দুপুর আরও পাঁচজনের লাশ উদ্ধার করা হলো।

ঢাকার রামপুরা থেকে মতলবের বেলতলীতে লেংটার মেলায় যাওয়ার সময় মেঘনা নদীর চর কিশোরগঞ্জ এলাকায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ১৫-২০ জন যাত্রী নিখোঁজ হয়।