
জাপানের কাওয়াসাকি থেকে আসা ১২টির মধ্যে বাকি ৬টি কোচ জেটি থেকে ডিপোতে স্থানান্তর করা হয়েছে।
বাকি ২০ সেট ট্রেন পর্যায়ক্রমে দেশে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝিতেই উদ্বোধনের কথা রয়েছে দেশের প্রথম মেট্রোরেল।
চলতি বছরের ২৩ এপ্রিল যেদিন আনলোড করা হয় মেট্রোরেলের প্রথম ট্রেন সেট। প্রায় চার মাস পর এখন আনলোড হচ্ছে চতুর্থ কোচ। তাই আগের থেকে বেড়েছে দক্ষতা, বেড়েছে কাজের গতি। শুক্রবার (২০ আগস্ট) সকালে নির্ধারিত সময়েই শুরু হয় বাকি থাকা ছয়টি কোচের আনলোড কার্যক্রম। বৃহস্পতিবারের মতোই অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সঙ্গে চলে সব কার্যক্রম। কোচের গায়ে লাগতে দেওয়া হয়নি সামান্য আঁচও।
এদিকে, করোনাসহ নানা প্রতিবন্ধকতা থাকলেও বেঁধে দেওয়া সময়ে মেট্রোরেল চালুর আশাবাদ কর্তৃপক্ষের।
প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, প্রতিশ্রুত সময় অনুযায়ীই কাজ সম্পাদন করার যথাসাধ্য চেষ্টা করছি।