অবিলম্বে মেট্রোরেল ছাড়াও ঢাকার অভ্যন্তরীণ সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাই ও মান নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা নিরূপণে একটি কমিটি গঠন করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।
সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন। সড়ক পরিবহন ও সেতু সচিব ছাড়াও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ), ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডকে এতে বিবাদী করা হয়েছে।
এছাড়াও রিটে গত বছরের ১৮ সেপ্টেম্বর এ বিষয়ে করা কমিটির অনুসন্ধান রিপোর্টও দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
উল্লেখ্য, রোববার (২৬ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রেল এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির। সেই সঙ্গে পরিবারের সদস্যদের কেউ যদি বেকার থাকে, তবে তাকে মেট্রোরেলে চাকরি দেয়ার পাশাপাশি মর্মান্তিক এ দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
অন্যদিকে সোমবার সকালে গ্রামের বাড়িতে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। শত শত মানুষ তার জানাজায় অংশ নেন।


