মেট্রোরেল বন্ধ ছিল ১৫ মিনিট, তার অপসারণ শেষে পুনরায় সচল

রাজধানীর মেট্রোরেল সেবা আজ (রোববার) দুপুরে অন্তত ১৫ মিনিট বন্ধ ছিল। বাইরে থেকে নিক্ষিপ্ত একটি তার বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ৩০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ১৫ মিনিট পরই মেট্রোরেল পুনরায় সচল হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত বিস্তৃত বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে একটি তার নিক্ষেপ করা হয়। এ কারণে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

তবে ১২টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক লাইন থেকে তার অপসারণের কাজ শেষ হয় এবং সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, “বৈদ্যুতিক লাইন থেকে তার অপসারণের কাজ শেষে ১২টা ৫৫ মিনিট থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”