মেডিক্যালে ধূমপান এবং তামাক সেবন করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ছাত্র, শিক্ষক, চিকিৎসক ও কর্মচারী ধূমপান এবং তামাক সেবন করলে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৭ এর আলোচনা সভায় তিনি এ কথা জানান।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘তামাক উন্নয়নের অন্তরায়’ তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, ভবিষ্যতে হাসপাতালগুলোতে নারীদের জন্য ৫০ভাগ ও পুরুষের জন্য ৫০ভাগ শয্যা রাখার ব্যবস্থা করা হবে। হাসপাতালে ভর্তি রোগী ধূমপানসহ যেকোনো তামাক সেবনে আসক্ত থাকলে তাকে এবং তার পরিবারের সদস্যদের চিকিৎসা দেওয়া যাবে না।

তিনি বলেন, ধূমপান বিষপান। তামাক সেবন মৃত্যুর দিকে এগিয়ে দেয়। এর দ্বারা কোনো উপকার হয় না। তামাক চাষে কোনো লাভ হয় না। তামাক চাষে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাই তামাক চাষের বিকল্প ব্যবস্থা করা যায় কি না তা ভাবতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ধূমপানমুক্ত করার ব্যাপারে শুধু সরকারি কর্মকর্তা নয় পরিবারকেও দায়িত্ব নিতে হবে। পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নিলে সমাজ সহজেই ধূমপান ও তামাকমুক্ত হবে।

তিনি আরো বলেন, বাঙালি বীরের জাতি। এ জাতি লড়াই সংগ্রাম করে দেশের স্বাধীনতা এনেছে ও ঘূর্ণিঝড় মোকাবিলা করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুনিয়ার যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে। আমরা লড়াই করে সবকিছু জয় করতে পারি।

দেশের চলমান রাজনীতি ও বিএনপি মহাসচিবের ‘কথা বলার অধিকার ও স্বাধীনতা নেই’ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, কথা বলার স্বাধীনতা ভোগ করতে হলে দায়িত্ববোধ থাকতে হয়।

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যথা সময়ে জাতীয় সংসদের নির্বাচন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এদেশীয় প্রতিনিধি ড. নভরত্ন পারানিথারান। সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন, স্বাস্থ্য সেবা বিভাগ) হারুন উর রশীদ খান।

অনুষ্ঠানে তামাকবিরোধী অবদানের জন্য বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে সম্মাননা পরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী তামাকবিরোধী এক প্রদর্শনীর উদ্বোধন করেন।