সচিবালয় প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিক্যাল কলেজে ভর্তির কোচিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার দুপুরে ‘হেলথ ফোরাম রিপোর্টার্স’-এর সঙ্গে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, মেডিক্যাল কলেজে ভর্তির কোচিংয়ের নামে যেসব প্রতিষ্ঠান জালিয়াতি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ এ সব প্রতিষ্ঠান বন্ধ করা হবে। মেডিক্যালে ভর্তির কোচিং রাখা হবে কি না- সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জামায়াত-শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টার বন্ধ করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, রেটিনার বিরুদ্ধে আগেও তার কাছে অভিযোগ এসেছে। জামায়াত পরিচালিত রেটিনা বন্ধ করতে চান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
‘আশা করি শিগগিরই বন্ধ করা হবে।’
আগামী ৭ অক্টোবর মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।