নিজস্ব প্রতিবেদক : মেধাবী শিক্ষার্থীরাই উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু মেধাবৃত্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মেধার লালন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আজকের মেধাবীদের সঠিক পরিচর্যার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে।
তিনি বলেন, সরকার মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে। আজ যারা বৃত্তি পেল তারাই আগামী দিনে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে।
সংগঠনের উপদেষ্টা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হেলাল নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম এবং সংগঠনের চেয়ারম্যান সীমান্ত তালুকদার ও মহাসচিব সাজ্জাদ হোসেন বক্তৃতা করেন।
পরে মন্ত্রী ৩৭২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।