জেষ্ঠ্য প্রতিবেদকঃ রাজধানীর খিলক্ষেত ও জোয়ারসাহারা এলাকায় পরপর দু’বার মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে দু’ পাশের রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
বুধবার (৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ও সকাল সাড়ে ১০টার দিকে একই ট্রেন মেরামত করার পরেও লাইনচ্যুত হয়।
ঢাকা রেলওয়ে কমলাপুর থানা (ওসি) রকিবউল হোসেন বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে মালবাহী একটি ট্রেন কমলাপুর থেকে আখাউড়ার উদ্দেশে যাওয়ার সময় খিলক্ষেত ফুট ওভারব্রিজের নিচে ওই ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়। প্রথমে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও কমলাপুরগামী লাইনটি চালু ছিল।
তিনি বলেন, মেরামত করার পর মালবাহী ট্রেনটি রেললাইন দিয়ে কিছুদূর যাওয়ার পরই জোয়ারসাহারা এলাকায় গিয়ে আবারও একটি বগি লাইনচ্যুত হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১০টার দিকে। দ্বিতীয় দফা ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরপরই দু’টি লাইনে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী লাইনটি চালু হলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া লাইনটি এখনো চালু হয়নি। তবে মেরামতের কাজ চলছে আশা করি কিছুক্ষণের মধ্যেই চালু করা হবে।


