মেলানিয়ার অফিসিয়াল ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার অফিসিয়াল ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। সোমবার এ ছবি প্রকাশ করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

ছবিতে কালো জ্যাকেট ও কালো নেকটাই পরিহিত মেলানিয়াকে দুই হাত ভাঁজ করে দাঁড়ানো অবস্থায়ে দেখা গেছে। তার বাম হাতে বড় হীরাখন্ড খচিত বিয়ের আংটি এবং ডান হাতে পাথরখচিত এ্কটি রিং পরা ছিল।

বর্তমান মার্কিন ফার্স্ট লেডি ও সাবেক এই মডেলের ছবিটি তুলেছেন বেলজিয়ান বংশোদ্ভূত চিত্রগ্রাহক রেজিন মাহাউক্স। এর আগে তিনি ট্রাম্প পরিবারের সঙ্গে কাজ করেছেন।

ছবিটি প্রকাশের পর অনেকে মন্তব্য করেছেন ‘ফার্স্টলেডি অসম্ভব সুন্দর’, কেউ লিখেছেন, ‘জাকজমকপূর্ণ।’ তবে অনেকে লিখেছেন, ছবিটিতে কম্পিউটার গ্রাফিক্সের অনেক কাজ করা হয়েছে।

মেলানিয়া অবশ্য আপাতত হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে থাকছেন না। তিনি ম্যানহাটনে ট্রাম্পের বিলাসবহুল বাসভবনে ছেলে ব্যারনকে নিয়ে থাকছেন। এর ব্যাখ্যা হিসেবে ট্রাম্প জানিয়েছেন, ব্যারসেরন স্কুল শেষ হওয়ার আগ পর্যন্ত মেলানিয়াকে সেখানেই থাকতে হবে। শিক্ষাবর্ষের মাঝপথে তিনি ছেলের স্কুল পরিবর্তন করতে চান না।