
নিজস্ব প্রতিবেদক, সাভার : নিরাপত্তার কারণ দেখিয়ে মেলা বন্ধের প্রতিবাদে ধামরাইয়ে উল্টো রথযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আয়োজক কমিটি।
স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা এ সিদ্ধান্ত নেন। রোববার রাত সাড়ে ১০টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে রথমেলা ও উল্টো রথযাত্রার যাবতীয় আচার অনুষ্ঠান চলবে বলে সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল এম এ মালেক, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহাবুবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ও রথযাত্রা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
ধামরাই রথমেলা আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, গত শুক্রবার বিকেলে মেলা কমিটির সদস্যদের হঠাৎ ডেকে পাঠায় ধামরাই থানা পুলিশ। সেখানে জেলা পুলিশের এসপি সাহেবের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা নিরাপত্তার কথা বলে রোববার থেকেই মেলার আচার অনুষ্ঠান শিথিল করতে বলেন।
তিনি বলেন, এতে পুজারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে আমরা উল্টো রথযাত্রা স্থগিত রাখার সিন্ধান্ত নিই। পরে বৈঠকে রথমেলা ও উল্টো রথযাত্রার যাবতীয় আচার অনুষ্ঠান চলবে বলে সিদ্ধান্ত হয়।