মেসিকে নিয়ে ‘বাজে’ মন্তব্য করায় কপাল পুড়ল বার্সেলোনা কর্মকর্তার

ক্রীড়া ডেস্ক : মেসিকে নিয়ে ‘বাজে’ মন্তব্য করায় বরখাস্ত হলেন বার্সেলোনার কর্মকর্তা পেরে গ্রাটাকস। শুক্রবার রাতে তাকে বরখাস্ত করা হয়। নিশ্চিত করেছে মার্কা ও মিরর।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার স্পোর্টস ইনিস্টিটিউশনাল রেলিশন বিভাগের প্রধান ছিলেন পেরে গ্রাটাকস। পাশাপাশি রয়্যাল ফুটবল ফেডারেশনের প্রধান ছিলেন তিনি। শুক্রবার কোপা ডেল রের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠান থেকে বের হয়ে গণমাধ্যমে পেরে গ্রাটাকস বলেন,‘লিও বার্সেলোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন। কিন্তু এখানে সব কিছু তাকে ঘিরেই নয়। আন্দ্রে ইনিয়েস্তা, নেইমার এবং অন্যান্য সতীর্থ ছাড়া মেসি ততটা ভালো হবে না!’ তার ধারণা, বার্সেলোনার সতীর্থদের ছাড়া মেসি ততটা ভালো পারফর্মার নন!

বার্সেলোনা বস লুইস এনরিক গ্রাটাকসের বক্তব্য নিয়ে ততটা মাথা ঘামাননি। কিন্তু বার্সেলোনা কর্তৃপক্ষ তার বক্তব্যে তেঁতে উঠে। সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হয়। গ্রাটাকসকে তার পদ থেকে বরখাস্ত করা হলেও তাকে বার্সেলোনায় রাখছে কর্তৃপক্ষ। মাসিয়া ৩৬০ প্রকল্পে কাজ করবেন গ্রাটাকস।