ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে একের পর পয়েন্ট হারানোয় কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহ ছিল দেখার মতো। কলম্বিয়ার বিপক্ষে বড় ব্যবধানের জয়ে সবচেয়ে বড় ভূমিকা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।
তবে এমন প্রত্যাশিত জয়ের পর গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। এজিকুয়েল লাভেজ্জিকে নিয়ে গাঁজা সেবনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় গনমাধ্যমের সামনে কথা না বলার ঘোষণা দেয় আর্জেন্টিনা দল।
কলম্বিয়ার বিপক্ষে ৩০ সদস্যের দলে ছিলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড লাভেজ্জি। আর্জেন্টিনার গ্যাবরিয়েল অ্যানেল্লো নামে একজন প্রতিবেদক টুইট বার্তায় জানান, অনুশীলন ক্যাম্পে গাঁজা সেবনের কারণে নাকি আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা পাননি লাভেজ্জি।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক মেসি বলেন,‘আমরা সিদ্ধান্ত নিয়েছি গনমাধ্যমের সামনে কথা বলব না। আমি নিশ্চিত এর কারণ আপনারা জানেন। এখানে আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের অপমান করা হয়েছে। লাভেজ্জির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা গুরুতর।’