ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার সকালে পেরুর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচে দুই-দুইবার এগিয়ে গিয়েও জয় পায়নি মেসিবিহীন আর্জেন্টিনা।
তারা ২-২ গোলে ড্র করেছে পেরুর বিপক্ষে। এ ড্রয়ের ফলে ৯ ম্যাচের চারটিতে জিতে, ৪টিতে ড্র করে ও ১টিতে হেরে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা।
শুক্রবার সকালে ১৫ মিনিটে রামিরো ফুনেস মোরির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
৫৮ মিনিটে পেরুর পাওলো গুয়েরো ম্যাচে সমতা ফেরান। ৭৭ মিনিটে গঞ্জালো হিগুয়েনের গোলে আবারো এগিয়ে যায় আলবিসিলেস্তারা। কিন্তু ৮৫ মিনিটে পেনাল্টি পায় পেরু। আর পেনাল্টি থেকে গোল করে আবারো ম্যাচে সমতা ফেরান ক্রিস্টিয়ান কুয়েভা। এই সমতা আর ভাঙতে পারেনি আর্জেন্টিনা। ফলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা।
১১ অক্টোবর ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।