মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরের গাংনীতে গাঁজা রাখা ও সেবনের দায়ে মুন্না রহমান (২০) নামের এক কলেজ ছাত্রকে দু’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) এসএম জামাল আহমেদ এ দন্ড প্রদান করেন। মুন্না রহমান চুয়াডাঙ্গার গহেরপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনীর কসবা গ্রামের মাঠ থেকে গাংনী থানা পুলিশ গাঁজা সেবন অবস্থায় মুন্না রহমানকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মুন্নাকে দু’হাজার টাকা জরিমানা করেন।