আল-আমীন,মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবড়িয়া বাজার থেকে চিতলা নিত্যান্দপুর পাকুড়িয়া ঢেপা দেগলকান্দি কচুইখালি গ্রামে যাওয়া একটি মাত্র রাস্তা বাঁশবাড়িয়া গ্রামের পরে রাস্তাটি পার্শে পর পর তিনটি ইটভাটা আছে ভাটা মালিকদের প্রয়োজনে বিভিন্ন গ্রাম থেকে ট্রাকটার করে মাটি পরিবহন করে ভাটা নিয়ে আসে গতকাল সোমবার বিকালের পরে থেকে বৃষ্টি হলে।রাস্তাটি এত পরিমান কাঁদা হয়।জনসাধারন সহ কোন পরিবহন চলাচল অনউপযোগী। গতকাল রাত্রী ৮টা সময় থেকে আজ মঙ্গলবার ১১.৩০মিঃ পর্যন্ত মটরসাইকেল চালক সহ ১০/১২জন আহত হয়।আহতরা হলেন গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের শাহাজালালের ছেলে টুটুল-২৮ শাহাজান ছেলে সুুমন -৩৫ বাঁশ বাড়িয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুজাহিদুর রহমান,কামাল, করিম, আশাদুল,হাবিব, নয়ন।
এই বিষয় গাংনী উপজেলার নির্বাহী কর্মকতা আরিফ-উজ-জামান জানান মাটি পরিবহনের সময় রাস্তা মাটি ফেলে জনসাধারনের চলাফেরা অসুবিধা সৃষ্টিকারী ইটভাটা মালিকদের বিরুদ্দে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে।