মেহেরপুরের গাংনীর উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতির হাসপাতালে ভুয়া চিকিৎসক

 

আল-আমীন ,মেহেরপুরঃ
ঃ মেহেরপুরের গাংনী উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতির পরিচালিত প্রতিষ্ঠানে ভুয়া এমবিবিএস ডাক্তারের সন্ধান মিলেছে। ভুয়া সার্টিফিকেট দেখিয়ে গত ১ বছর এমবিবিএস ডাক্তার পরিচয়ে কথিত সেবার নামের প্রতারনা করলেও অজ্ঞাত কারনে নীরব দর্শকের ভুমিকা পালন করেছে কর্তৃপক্ষ। জাপানী সাহায্যে পরিচালিত সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর এলাকাবাসির সমালোচনার হাত থেকে বাঁচতে অবশেষে কথিত ডাক্তার কে বিতাড়িত করেছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। তবে সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর দাবি করে বলেছেন ডাক্তার সাইফুল আলম সরকার নিজ থেকে চলে গেছে। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার করমদী সন্ধানী সংস্থা হাসপাতালে। এ ঘটনায় এলাকায় নানা সমালোচনার ঝড় বইছে।
স্থানীয়রা প্রশ্ন তোলেন কোন যাচাই বাছাই ছাড়াই কর্তৃপক্ষ কথিত এমবিবিএস ডাক্তার সাইফুল আলম সরকার কে কিভাবে নিয়োগ দেয়া হলো। বিষয় টি খতিয়ে দেখতে উদ্ধর্ত্বন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছে এলাকাবাসি।