মেহেরপুরের জেলার দুর্নীতি ও বন্দি নির্যাতন মামলায় আদালতে হাজিরা

আল-আমীন,মেহেরপুর ঃ মেহেরপুর দুর্নীতি ও বন্দি নির্যাতন মামলায় হাজিরা দিলেন জেলার শেখ আখতার হোসেনসহ আরো তিন কারারক্ষী। অন্য আসামীরা হলেন- প্রধান কারারক্ষী আল আমিন, কারারক্ষী সোলাইমান হোসেন ও মামুন হোসেন।
সকাল ১০টার দিকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে হাজির হন জেলার সহ মামলার অন্য তিন আসামী। পরে দুপুর ১টার দিকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক সানাউল্লাহ তার খাস কামরায় জেলার আখতার হোসেন সহ মামলার চার আসামীর জবাববন্দী গ্রহণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, মেহেরপুরে জেলা কারাগারে দুর্নীতি ও বন্দি নির্যাতনের ঘটনায় গত ১৩ অক্টোবর মেহেরপুর শহরের টগর শেখের ছেলে মনি শেখ জেলার শেখ আখতার হোসেন, প্রধান কারারক্ষী আল আমিন, কারারক্ষী সোলাইমান ও মামুন হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও বন্দি নির্যাতনে অভিযোগ তুলে জুৃডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার আসামীদের হাজির হয়ে আদালতে জবানবন্দী দেয়ার নির্দেশ দেয় আদালত।
এদিকে এ ঘটনার জের ধরে গত ২৫ অক্টোবর জেলার শেখ আখতার হোসেনকে যশোর কেন্দ্রীয় কার্যালয়ে প্রেষনে ওএসডি করে বদলি করে কারা অধিদপ্তর।
মামলার বাদি পক্ষের আইনজীবী এহান উদ্দিন মনা জানান, দূর্ণীতি ও বন্দি নির্যাতন মামলায় জেলার শেখ আখতার হোসেন প্রধান কারারক্ষী আল আমিন, কারারক্ষী সোলাইমান হোসেন ও মামুন হোসেন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে হাজির হয়ে জবানবন্দী দিয়েছেন।