মেহেরপুরের `বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত সদস্য নিহত

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে গাংনী উপজেলার মঠমুড়া গ্রামের একটি ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাতে ১০-১২ জন ডাকাত মঠমুড়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিন ডাকাত সদস্যদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, বন্দুকযুদ্ধে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বন্দুক, বোমা ও গুলি উদ্ধার করা হয়েছে।