আল-আমীন,মেহেরপুর ঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে সানোয়ারা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সানোয়ারা বেগমের লাশ তার নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান,প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে গলায় রশি বেধে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।