আল-আমীন মেহেরপুর ঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিক নগরে প্রেমিক প্রেমিকা জুটিকে আটক করে স্থানীয়রা পরে থানায় সোপর্দ করেছে ।
আটক পরকীয় জুটিরা হলেন, মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের ফিরোজ আলীর ছেলে সোহেল রানা (২৬) ও কুতুবপুর গ্রামের আব্দুল হালিমের স্ত্রী শান্তা খাতুন (২২)।
মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আব্দুল হালিমের স্ত্রী শান্তা খাতুন দীর্ঘদিন যাবৎ সোহেল রানার সাথে পরকীয় প্রেম করে আসছিল। আজ রবিবার সকালের দিকে তারা দুজনে দুজনার হাত ধরে অজানার উদ্যোশ্যে পাড়ি জমাতে চেয়েছিল। হঠাৎ আব্দুল হালিমের পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাদের পিছু নেই। এ দুজন গাড়িতে উঠে পালানোর সময় তাদের স্থানীয় জনগণ তাদের আটক করে। পরে মুজিবনগর থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে থেকে তাদের উদ্ধার করে থানায় নেন।
মুজিবনগর থানার এসআই মতিউর রহমান জানান, থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।