মেহেরপুরে অস্ত্র মামলায় একজনের ৭ বছর কারাদন্ড

মেহেরপুর অফিস ঃ
মেহেরপুরে অস্ত্র মামলায় লালন হোসেন (৩০) নামের এক ব্যাক্তির ৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুর ৩ টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আয়েশা নাসরিন এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত লালন হোসেন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের তফেজ উদ্দিনের ছেলে।
মামলার এজাহারে জানা গেছে, ২০১২ সালের ২৮ জানুয়ারি গাংনী উপজেলার মটমুড়া গ্রামে লালন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি শার্টার গান ও ২টি কার্তুজসহ লালন হোসেনকে আটক করেন গাংনী র‌্যাব ক্যাম্পের এস আই দেওয়ান ফজলুল হক। ওই দিনই লালন হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন তিনি। পরে মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই টিপু সুলতান। মামলায় আদালতে ৯ জন সাক্ষ্য প্রদান করেন।
মামলায় সরকার পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর একেএম আসাদুজ্জামান এবং আসামী পক্ষে কে এম জিল্লুর রহমান আইনজীবীর ভুমিকা পালন করেন