মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ, জেলা মৎস্য অফিসার মেজবাহুর রহমান, মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের সদস্য শামীম আরা হিরা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া।
মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের ৩৭টি স্টল স্থান পেয়েছে।