
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার টুঙ্গী গ্রামের এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পিরোজপুর ক্যাম্পের পুলিশ বোমা দুটি উদ্ধার করে।
ক্যাম্পের ইনচার্জ এএসআই স্বপন জানান, টুঙ্গি গ্রামের ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ লিটনের বাড়ির লোকজন সকালে গেট খুলে বোমা দুটি দেখতে পান। পরে খবর পেয়ে বোমা দুটি উদ্ধার করা হয়।