মেহেরপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ।

শনিবার সকাল থেকে উপজেলার বামুন্দী গ্রামের সৌদি প্রবাসী মিশকাত আলীর বাড়িটি ঘিরে রাখা হয়।

স্থানীয়রা জানান, ১০-১৫ দিন আগে থেকে কয়েকজন ব্যক্তি গাংনী উপজেলার বামুন্দী গ্রামের সৌদি প্রবাসী মিশকাত আলীর দোতলা বাড়ি ভাড়া নেন। তারা বাড়িটির দোতলায় বসবাস করেন। ওই পরিবারে লোক সংখ্যা কত তা জানা না গেলেও পরিবারে চারজন পুরুষ আছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার আনিছুর রহমান জানান, ওই পরিবারের সদস্যদের আচরণ সন্দেহজনক হওয়ায় সকাল থেকে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্য ও পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।